Ashna habib bhabna biography examples
আশনা হাবিব ভাবনা
আশনা হাবিব ভাবনা | |
---|---|
জন্ম | (1994-08-03) ৩ আগস্ট ১৯৯৪ (বয়স ৩০) ঢাকা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় |
পেশা | মডেল অভিনেত্রী নৃত্যশিল্পী উপস্থাপিকা |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
আদি নিবাস | নীলফামারী |
উচ্চতা | ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার) |
পিতা-মাতা | হাবিবুল ইসলাম হাবিব (পিতা) রেহানা হাবিব (মাতা) |
পুরস্কার | ন্যাশনাল পুরস্কার বেস্ট ডান্স আর্টিস্ট (২০০৩) বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার (২০০৬) হলদিয়া উৎসব পুরস্কার (ভারত) সারা ডান্স আর্টিস্ট (২০০৮) ইয়োথ ফেডারেশন পুরস্কার (মালয়শিয়া) বেস্ট ডান্স আর্টিস্ট (২০১০) |
আশনা হাবিব ভাবনা বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও তিনি একজন পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী। যিনি সিনেমা পাড়ায় "ভাবনা" নামে পরিচিত।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ভাবনা গ্রামের বাড়ি নীলফামারীতে। তবে তিনি ১৯৯৪ সালের ০৩ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা হাবিবুল ইসলাম হাবিব একজন মঞ্চ অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও গল্প লেখক, তার মা রেহানা হাবিব একজন গৃহিণী এবং একমাত্র বোন অদিতি হাসান অনন্যা।[২][৩][তথ্যসূত্র প্রয়োজন]
শিক্ষাগত যোগ্যতা
[সম্পাদনা]তিনি ২০১০ সালে বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ (বর্তমানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ) থেকে এসএসসি পাস করেন। তিনি ২০১২ সালে রাইফেলস পাবলিক কলেজ (বর্তমানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ) থেকে এইচএসসি পাস করেন। তিনি ২০১৪ সালে ভর্তি হয়ে বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ইংরেজিতে স্নাতক করেছেন এবং তিনি সর্বশেষ ২০১৭ সালে ভর্তি হয়ে যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে বিজনেস বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। [৪]
অভিনয় জীবন
[সম্পাদনা]ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন "নট আউট" নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে।[৫] যা পরিচালনা করেছিলেন বাংলাদেশী পরিচালক অনিমেষ আইচ। ২০২১ সালের ডিসেম্বরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির প্রযোজনায় নতুন ছবি দামপাড়া'তে কাজ শুরু করেছেন।[৬] ছবিটি পরিচালনা করছেন শুদ্ধামান চৈতন। একইসাথে তিনি পরিচালক ফয়সাল রাজীবের 'আয়না' নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও তিনি সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে পিতা হাবিবুল ইসলাম হাবিব এর পরিচালনায় 'যাপিত জীবন' চলচ্চিত্রে অভিনয় করছেন। উল্লেখ্য, এটি বাবার পরিচালনায় মেয়ের প্রথম চলচ্চিত্র।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচের সাথে ভাবনা সম্পর্কে জড়িয়ে আছেন।[৭]
টেলিভিশন
[সম্পাদনা]একক নাটক
[সম্পাদনা]ধারাবাহিক নাটক
[সম্পাদনা]- কদম দি ফুল
- নট আউট[৯]
- ফার্স্ট ডেট
- রূপ কথা
- কামিং সুন
- রেড ড্রাগন টু রানিগঞ্জ
- কুতুমিয়া
- কানিক্ষা
- ভুবন যাবে শশুর বাড়ি - সঙ্গে যাবে কে
- ঘাস ফড়িং
- ভুবনের বাসর রাত
- টার্নিং পয়েন্ট
- হিরো ভাইয়ের হিরোইন
- দ্যা বস
- আয়না কাহিনী
- অস্কার
- প্যাকেজ রঙ্গ
- আহা কি সুন্দর
- অসহ্যদিম্ব
- এবং তুমি, আশ্রয়
টেলিফিল্ম
[সম্পাদনা]ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]পণ্যদূতের ভূমিকা
[সম্পাদনা]ভাবনা এই পর্যন্ত গ্রামীণফোন, মোজো, রাঁধুনী, প্রাণ-আরএফএল, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, ফ্রুটো, দৈনিক কালের কণ্ঠ, দ্যা ডেইলি সান, পারটেক্স, স্প্রিন্ট মোবাইল ও রবি কোম্পানির পণ্যদূত হিসেবে কাজ করেছেন।